Site icon Jamuna Television

বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে আরবী মাস গণনার দাবি

পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা সাপেক্ষে আরবী মাস গণনা শুরুর আহ্বান জানিয়েছে ‘চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি’। শনিবার (২৬ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে এই আহ্বান জানান সংগঠনটির বক্তারা।

তারা বলেন, আগে দ্রুত যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় সময় ধরে ইবাদত-বন্দেগী ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। কিন্তু বর্তমানে সেই ধরনের কোনও জটিলতা নেই। এক্ষেত্রে সূরা আল-বাকারাহ ১৮৯ আয়াতের উদ্ধৃতি দিয়ে তারা বলেন, কুরআনে নতুন চাঁদকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য নির্ধারণ করেছেন।

বক্তারা আরও বলেন, বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারাবিশ্বে চাঁদ দেখা ও তথ্য আদান-প্রদান সম্ভব। তাই আঞ্চলিক মতভেদের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী একটি ক্যালেন্ডার করা যায়। এখন পুরো বিষয়টি শরীয়াহ’র আলোকে মীমাংসা করার সময় এসেছে।

/আরএইচ

Exit mobile version