Site icon Jamuna Television

হামাসের দ্বারা মানবিক ত্রাণ লুটের কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তদন্ত

রয়টার্স ও সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের একটি অভ্যন্তরীণ বিশ্লেষণে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)-এর দ্বারা যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত মানবিক ত্রাণ সামগ্রী পদ্ধতিগতভাবে চুরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এই তদন্ত পরিচালনা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)-এর একটি শাখা, এবং এটি গত জুনের শেষদিকে সম্পন্ন হয়।

তদন্তে ১৫৬টি ত্রাণচুরি বা হারানোর ঘটনার পর্যালোচনা করা হয় এবং কোনো ক্ষেত্রেই ‘হামাসের উপকার পাওয়া’ সম্পর্কিত অভিযোগ পাওয়া যায়নি—এমন তথ্য রয়টার্স ও সিএনএন উভয় সংবাদমাধ্যম দেখেছে বলে জানায়।

তবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘হামাসের ত্রাণ লুটের অসংখ্য ভিডিও প্রমাণ রয়েছে।’ তবে তিনি সেই দাবির পক্ষে কোনো ভিডিও ফুটেজ উপস্থাপন করেননি।

সিএনএন জানায়, এই তদন্তের ফলাফল পররাষ্ট্র দফতরের মধ্যপ্রাচ্য শাখাসহ কয়েকজন কর্মকর্তাকে জানানো হয়েছে, যদিও এটি পররাষ্ট্র দফতরের শীর্ষপর্যায়ে পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version