Site icon Jamuna Television

গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বহিষ্কৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

শনিবার (২৬ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ৫ জন। সমন্বয়ক পরিচয় দেয়া আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) নামের এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজির এ ঘটনা ঘটে। গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি ড. শাম্মী আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অনুমোদিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) এর নাম রয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে তারা হাতেনাতে ধরা পড়েন।

/এমএন

Exit mobile version