Site icon Jamuna Television

ইনিংস হার এড়াতে শেষদিনে ভারতের দরকার ১৩৭ রান

একসময় নিশ্চিত জয় মনে হলেও চতুর্থ টেস্ট জিততে বেশ বেগ পেতে হতে পারে ইংল্যান্ডকে। ইংলিশদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন শুবমান গিল ও লোকেশ রাহুল। ইনিংস হার এড়াতে বেশ ভালোভাবেই লড়ছেন ভারতের এই দুই ব্যাটার। তাদের প্রতিরোধে ২ উইকেট হারিয়ে ১৭৪ রানে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। যদিও ভারত এখনও পিছিয়ে ১৩৭ রানে। 

এদিন ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত। রানের খাতা না খুলেই ফিরে যান জসওয়াল ও সুদর্শন। তবে সেখান থেকে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন গিল ও রাহুল। দিনের পরের দুই সেশনে আর কোনও উইকেটই হারায়নি ভারত। 

১৭২ রানের পার্টনারশিপে ভারতের সাপোর্টাররা এখন ড্রয়ের স্বপ্ন দেখছে। আজ (রোববার) পঞ্চম দিন এই দুই ব্যাটারের ওপরে অনেক কিছু নির্ভর করছে। বলা যায়, বাঁচা-মরা সবই এই দু’জনের ওপরে।

কারণ, আজ তারা যতক্ষণ ক্রিজে কাটাতে পারবেন, ততই মঙ্গল ভারতের। ক্রিকেট দেবতা অবশ্য কোন চিত্রনাট্য লিখে রেখেছেন ম্যানেচেস্টার টেস্টের জন্য, সেটাই এবার দেখার বিষয়।

/এমএইচ 

Exit mobile version