Site icon Jamuna Television

গাজায় জিএইচএফের কার্যক্রমের তীব্র সমালোচনা মার্কিন সিনেটরের

ডেমোক্র্যাটিক সিনেটর কোরি বুকার বলেছেন, গাজায় ‘ফিলিস্তিনি নাগরিকদের ভয়াবহ ক্ষুধা ও দুর্ভোগ’ দেখে তার হৃদয় ভেঙে গেছে। তিনি অবরুদ্ধ এই অঞ্চলে তাৎক্ষণিক ও ব্যাপকভাবে সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘মানবিক সহায়তা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কাছে তা পৌঁছে দেয়া আমাদের সমষ্টিগত নৈতিক দায়িত্ব। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কৌশল কার্যকর হয়নি।’

তিনি এও বলেন, ‘আমরা যেমন জানিয়েছি, গত মে মাসের শেষে জিএইচএফের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও মার্কিন ভাড়াটে মিলিশিয়ারা ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি সাহায্যপ্রার্থীকে হত্যা করেছে।

বুকার আরও বলেছেন, হামাস যেন সাহায্য সরবরাহে বাধা না দেয়। যদিও নিউ ইয়র্ক টাইমস একদিন আগেই জানিয়েছে যে, ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠীর দ্বারা সাহায্য সরবরাহে বাধার কোনো প্রমাণ পায়নি।

সিনেটর যোগ করেছেন, ‘প্রতিটি মুহূর্তের বিলম্ব শিশু, গর্ভবতী নারী ও অন্যান্য বেসামরিক মানুষের জীবন কেড়ে নেবে এবং তাদের স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করবে।’

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version