Site icon Jamuna Television

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভ করছে ইন্দোনেশিয়ার জনগণ

এক দিনে চলছে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা, অন্যদিকে, তীব্র ক্ষুধায় সপ্তাহজুড়ে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে মৃত্যুবরণ করছে গাজার বাসিন্দারা। এমন মর্মান্তিক পরিস্থিতিতে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়ার জনগণ। স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) হাজার হাজার মানুষ রাজপথে নেমে করে বিক্ষোভ।

তাদের একটাই দাবি—গাজায় এই সংঘাতের স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সাহায্য বিনা বাধায় প্রবেশ করতে দেয়া। চলুন ছবিতে দেখে নেয়া যাক, বিক্ষোভের কিছু মুহূর্ত।

একজন নারী প্ল্যাকার্ডে লিখেছেন, ‘গাজায় ত্রাণ প্রবেশ করতে দিন। ছবি: আল জাজিরা।
রান্নার হাড়ি প্রতীকী হিসেবে ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছে এক শিশু। ছবি: আল জাজিরা।
গাজায় খাবারের অভাবে যন্ত্রণায় কাতরানো শিশুর ছবি প্ল্যাকার্ডে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে নারীরা। ছবি: আল জাজিরা।

/এআই

Exit mobile version