Site icon Jamuna Television

আবারও ওয়েস্ট ইন্ডিজের হার, অস্ট্রেলিয়ার চারে চার

সেন্ট কিটসে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল। এতে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। দলের পক্ষে শারফেন রাদারফোর্ড করেন ১৫ বলে সর্বোচ্চ ৩১ রান।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারালেও ম্যাক্সওয়েলের তাণ্ডবে ম্যাচ নিয়ন্ত্রনে নেয় অজিরা। ম্যাক্সওয়েলের ১৮ বলে ৪৭, জস ইংলিশের ৩০ বলে ৫১ ও ক্যামেরন গ্রিনের ৩৫ বলে ৫৫ রানে ভর করে ৩ উইকেট ও ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় অজিরা।

এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ৪-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

/এমএইচ

Exit mobile version