Site icon Jamuna Television

অ্যানফিল্ডে স্থাপিত হবে লিভারপুলের দিয়েগো জোতার ভাস্কর্য

অ্যানফিল্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো স্ট্রাইকার দিয়েগো জোতার ভাস্কর্য বসাতে যাচ্ছে লিভাপুল। ঘরের মাঠে আগামী মৌসুমের ম্যাচ শুরুর আগেই এই কাজ শেষ করবে অলরেডরা।

পর্তুগিজ এই ফরোয়ার্ডের অকাল প্রয়ানের পর ভক্তরা অ্যানফিল্ডে যে সব জিনিস দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, সেগুলো রিসাইকল করেই হবে ভাস্কর্য। যার মাধ্যমে জোতাকে চিরকাল মনে রাখতে চায় লিভারপুল কর্তৃপক্ষ।

জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতোমধ্যেই তার ২০ নম্বর জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছে অলরেডরা। পাশাপাশি মৌসুম জুড়েই দলটির জার্সিতে লেখাা থাকবে ‘ফরএভার ২০’।

এছাড়ও প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের এশিয়া সফরের দুটি প্রীতি ম্যাচে ‘দিয়োগো জে ২০’ লেখা জার্সি পরে খেলবেন লিভারপুলের খেলোয়াড়রা।

/এমএইচ

Exit mobile version