অবশেষে আর্সেনালের মিশন অ্যাকমপ্লিস্ট। লম্বা আলোচনার পর আনুষ্ঠানিকভাবে গানার শিবিরে যোগ দিলেন সুইডিশ গোল মেশিন ভিক্টর গিওকেরেস। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে এই স্ট্রাইকারকে পেতে ৭৪ মিলিয়ন ইউরো খরচ করেছে নর্থ লন্ডনের ক্লাবটি। লিসবনের হয়ে ১০২ ম্যাচে ৯৭ গোল করে ইউরোপিয়ান এলিটদের দৃষ্টি কেড়েছিলেন ভিক্টর। আর্সেনালে যোগ দিয়ে থিয়েরি অঁরির বিখ্যাত ১৪ নম্বর জার্সি পরবেন তিনি।
সবশেষ মৌসুমে পিএসজির চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন গোলরক্ষক দন্নারুমা। অথচ ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লেকিপ বলছে এই ইতালিয়ান গোলরক্ষককে বিক্রি করতে যাচ্ছে পিএসজি। কারণটাও অবশ্য জানিয়েছে লেকিপ। চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন দন্নারুমা। এমবাপ্পের মতোই ট্রান্সফার ফি ছাড়া হারাতে চায়না বলেই দন্নারুমাকে ট্রান্সফার মার্কেটে তুলেছে প্যারিসের ক্লাবটি।
Gyökeres. The Arsenal. It’s official. pic.twitter.com/H11yMVU3gf
— Arsenal (@Arsenal) July 26, 2025
আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে ক্লাব ছাড়ার জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গার্নাচোকে ছেড়ে দিতে মরিয়া রেড ডেভিলা দুটি বায়ারও পেয়েছে বলছে গনমাধ্যম। চেলসি ও নাপোলি গার্নাচোর সার্ভিস পেতে আগ্রহী।
এদিকে ডাচ উইঙ্গার জাভি সিমন্সকে পাবার লড়াইয়ে নেমেছে দুই জায়ান্ট। গনমাধ্যম বলছে আরবি লাইপজি থেকে এই ফুটবলারের সার্ভিস পেতে আলোচনায় অনেকটাই এগিয়ে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ইতিমধ্যেই সিমন্সের সাথে ব্যক্তিগত চুক্তিও সেরে ফেলেছে মারেস্কার দল। তবে নতুন খবর হলো জাভি সিমন্সকে পেতে মাঠে নেমেছে বার্সেলোনা। বার্সা সভাপতি নিশ্চিত করেছেন আরও ফুটবলার দলে ভেড়াবেন তারা।
এসি মিলানের বিপক্ষে মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে লিভারপুল। কিন্তু সেই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ফরোয়ার্ড লুইস দিয়াস ও দারউইন নুনেস। কারণ হিসেবে বলা হচ্ছে তাদের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত। দিয়াসকে পেতে কাজ করছে বায়ার্ন মিউনিখ। আর উরুগুইয়ান নুনেসের সার্ভিস পেতে আগ্রহী ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি।
/এমএইচআর

