Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলের কবলে গ্রিস

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রীসের বিস্তীর্ণ এলাকা। রাজধানী এথেন্স থেকে ২৫ কিলোমিটার উত্তরে বনভূমি এলাকায় ছড়িয়েছে ভয়াবহ আগুন।

ধ্বংস হয়েছে মাইলের পর মাইল এলাকা। অন্তত ৫টি জায়গায় জ্বলছে আগুন। ছড়িয়ে পড়েছে কাছাকাছি লোকালয়েও।

এরই মধ্যে পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় দেড়শ’ কর্মী। যোগ দিয়েছে সেচ্ছাসেবীরাও।

দেশটির জলবায়ু সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, আগুন নেভাতে গিয়ে দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী। তীব্র বাতাস ও উষ্ণ আবহাওয়ায় দ্রুতগতিতে ছড়াচ্ছে আগুন। পোড়া গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে রাজধানী এথেন্সের কেন্দ্র পর্যন্ত। দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে গ্রিস সরকার।

/এটিএম

Exit mobile version