Site icon Jamuna Television

আতঙ্ক নয়; সবার জন্য উৎসবমুখর নির্বাচন: সিইসি

আতঙ্ক নয়; সবার জন্য উৎসবমুখর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশনে ফলাফল প্রকাশের স্থান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় তিনি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সকলকে যার যার জায়গা থেকে স্বচ্ছভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় আইনশৃঙ্খরা বাহিনীকে বিশেষ ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন সিইসি।

সিইসি বলেন, সব দলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাই নিরাপত্তার বিষয়ে কোন ছাড়া দেয়া হবে না।

সিইসি বলেন, নির্বাচনের প্রচারকাজ আজ সকাল সাড়ে ৮টা থেকে বন্ধ। এখন আমি আশা করব-সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থানে থেকে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। কেউ যেন কাউকে বাধা না দেয়। নিজেদের স্বাধীন মতো যার যার ভোট যেন সবাই দিতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে সংখ্যালঘুরা যেন ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারেন।

Exit mobile version