Site icon Jamuna Television

সব বেড়াজাল ছিন্ন করে ভোটকেন্দ্রে যাবে মানুষ: রিজভী

জুলুমের সব বেড়াজাল ছিন্ন করে ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে যাবে মানুষ। এমন আশাবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সারাদেশে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ হামলা চালাচ্ছে। প্রার্থীসহ নেতাদের উপর যে হামলা হয়েছে, তা কারা করেছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন রিজভী।

তার অভিযোগ, অনেক প্রার্থীকে ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তফসিলের পর থেকে ১০ হাজারের বেশি আটক এবং ১৩ হাজার নেতাকর্মী হামলায় আহত হয়েছে বলে জানান তিনি। দলের এজেন্ট কর্মীদের এলাকা ছাড়া করা হয়েছে বলেও দাবি করেন রিজভী আহমেদ।

Exit mobile version