Site icon Jamuna Television

খুকৃবিতে সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরো:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান এবং সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক সুমিত্রা সেন।

মামলার অন্যান আসামিরা হলেন– বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মো. জসীম উদ্দীন, হিসাবরক্ষণ কর্মকর্তা মুরাদ বিল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট আনিসুর রহমান রিন্টু, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রশাসনিক কর্মকর্ত খায়রুল বাসার রিয়াজ, কম্পিউটার অপারেটর মো. মাসুদ রানা, কম্পিউটার অপারেটর শাহরীন ইসলাম মীম, ল্যাব টেকনিশিয়ান রীনা খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এ বি এম আরিফুল ইসলাম তুরান, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মো. শহিদুল ইসলাম, ল্যাব অ্যাটেনডেন্ট মো. আসিফ আহমেদ, ল্যাব অ্যাটেনডেন্ট দিদারুল আলম, ল্যাব অ্যাটেনডেন্ট মো. হাবিবুর রহমান, অফিস সহায়ক মো. ওয়াহিদুজ্জামান ও আছিয়া খাতুন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ।

তিনি বলেন, এই বিষয়ে তদন্ত করছে ঢাকা কার্যালয়। মামলাও করা হয়েছে ঢাকা কার্যালয় থেকে।

যে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এর মধ্যে সাবেক ভিসি, রেজিস্ট্রার নিয়োগ কর্তা হিসেবে এবং বাকি ১৫ জন অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য আসামি হয়েছেন বলে জানা গেছে।

/এএম

Exit mobile version