Site icon Jamuna Television

যুদ্ধবিরতির জন্য মালয়েশিয়ায় বৈঠকে বসতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে মালয়েশিয়ায় বৈঠকে বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার মধ্যস্ততায় অনুষ্ঠিত হবে দু’দেশের বৈঠক।

আলোচনায় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এর নেতৃত্বে উপস্থিত থাকবে একটি প্রতিনিধিদল। বৈঠকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীও সরাসরি অংশ নেবেন বলে জানিয়েছে মালয়েশিয়া।

এর আগে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দেশকেই দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানান তিনি। তবে এর আগে, রোববারও (২৭ জুলাই) রাতভর গোলাগুলি হয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায়।

/এআই

Exit mobile version