Site icon Jamuna Television

গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আশাবাদী ব্রিটিশ হাই কমিশনার

মৌলভীবাজার প্রতিনিধি

৩০ ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।

শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিকমতো দিতে পারছেন কি না।

ব্লেইক আরো বলেন, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছে। নির্বাচনে সকল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর আগে ব্রিটিশ হাইকমিশনার ঘন্টাখানেক সময় জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

Exit mobile version