Site icon Jamuna Television

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সিনেট ভবনে তফসিল ঘোষণা নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সব হলের প্রভোস্ট, রিটার্নিং ও চিফ রিটার্নিং অফিসারসহ শিক্ষার্থীরা। পরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহা. এনামুল হক।

আগামী ৩১ জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ আগস্ট, আর চূড়ান্ত ভোটার তালিকা দেয়া হবে ১৪ আগস্ট।

১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। এরপর দাখিল ও যাচাইবাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলে সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেয়া হবে।

/এমএন

Exit mobile version