Site icon Jamuna Television

৫ মাস পর কাল ক্লাস শুরু হচ্ছে কুয়েটে

দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল মঙ্গলবার (২৮ জুলাই) থেকে শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে নিরাপত্তা কমিটি সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন নবনিযুক্ত উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী। পরে আগামীকাল থেকে ক্লাস শুরুর সিদ্ধান্তের কথা জানান তিনি।

উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী বলেন, একাডেমিক কার্যক্রম শুরুর পর যেসব সংকট রয়েছে, তা পর্যায়ক্রমে নিরসন করা হবে। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় কুয়েট। পরে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও বিভিন্ন দাবিতে ক্লাস নেয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা।

/এমএন

Exit mobile version