Site icon Jamuna Television

প্রাথমিক শিক্ষা নিয়ে যে লক্ষ্যের কথা বললেন গণশিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি

প্রাথমিক শিক্ষার মাধ্যমে সাবলীলভাবে সবাই পড়তে ও লিখতে পারবে। শিশুদের প্রাথমিক শিক্ষা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই লক্ষ্য অর্জন করতে পারলে তা বিশাল মাইলফলক হবে। এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ সময় বিদ্যালয়ের পাঠ-পরিবেশ সুন্দর রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীকে আহ্বান জানান তিনি।

এর আগে, ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই ভবনগুলো উদ্বোধন করেন উপদেষ্টা।

/এএম

Exit mobile version