Site icon Jamuna Television

কুড়িগ্রামে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুর থেকে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানার খাসের দোলা এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) এবং একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। আশা মনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের অজান্তে আশা ও সুমাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা নামলেও তারা বাড়ি ফিরছিল না। এতে উৎকণ্ঠায় পড়ে তাদের পরিবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে খাসের দোলা এলাকায় ভুট্টু মিয়ার একটি পুকুরে খোঁজ নিতে যান স্বজনরা। পুকুরে লাইটের আলো ফেলতেই পানিতে ভেসে থাকতে দেখা যায় দুই শিক্ষার্থীর নিথর দেহ। পরে স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, দুজন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version