Site icon Jamuna Television

গাজায় যা দেখছি তা নি:সন্দেহে মানবিক বিপর্যয়: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত প্রকাশ করে বলেছেন, গাজায় চলমান মানবিক সংকট একটি ‘বিপর্যয়কর’ অবস্থায় পৌঁছেছে। ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে গাজা উপত্যকায় খাদ্য, পানীয় ও চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গাজায় যা দেখছি তা নিঃসন্দেহে একটি মানবিক বিপর্যয়। সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা, চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই জরুরি ভিত্তিতে এই সংকট মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’

ট্রাম্পের প্রস্তাবিত ‘খাদ্য কেন্দ্র’ প্রতিষ্ঠার পরিকল্পনার সাথে একাত্মতা জানিয়ে তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সাথে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। তবে তিনি এই সংকটের স্থায়ী সমাধানের জন্য একটি রাজনৈতিক মীমাংসারও প্রয়োজনীয়তার উপর জোর দেন।

গত কয়েক মাসে, গাজার প্রায় ২০ লক্ষ বাসিন্দা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি ক্রমাগত বাড়ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে, যদিও ইসরায়েলি সরকার এখনও গাজায় মানবিক সহায়তা প্রবাহে পুরোপুরি ছাড় দিতে রাজি হয়নি।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version