Site icon Jamuna Television

’আমরা কুকুর নই’ গাজায় প্যারাসুটের মাধ্যমে ত্রাণ সহায়তার নিন্দা ফিলিস্তিনিদের

গাজাবাসী ফিলিস্তিনিরা বিমান থেকে প্যারাশুটেড মানবিক সহায়তার পিছনে ছোটাকে নিন্দা জানিয়েছেন। ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহায়তা পদ্ধতি তাদের মর্যাদাহানি করছে।

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আহমেদ ফায়েজ ফায়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকব বা এক টুকরো রুটির জন্য লড়াই করব। আমরা মানুষের মতো মর্যাদার সাথে বাঁচার অধিকার চাই।’

অন্য একজন ফিলিস্তিনি মা, যিনি তিন দিন ধরে তার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, বলেন, ‘আমার শিশু ক্ষুধায় কাঁদে, আর আমাকে এই অপমান সহ্য করতে হয়? সাহায্য নয়, আমাদের ন্যায্য অধিকার চাই।’

কেন এই নিন্দা?

বিমান থেকে ফেলা বেশিরভাগ সহায়তা সমুদ্র বা যুদ্ধবিধ্বস্ত এলাকায় পড়ছে, যা সংগ্রহ করা বিপজ্জনক। এছাড়াও অনেক সময় সহায়তার প্যাকেট মাটিতে পড়ে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে।

স্থলপথে সহায়তা বিতরণের পরিবর্তে এই পদ্ধতিকে ‘প্রদর্শনীমূলক’ বলে মনে করছেন অনেক ফিলিস্তিনি। এদিকে, মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এই ধরনের সহায়তা পদ্ধতি গাজার বাসিন্দাদের মানসিক আঘাত দিচ্ছে।

জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি কোনো সমাধান নয়। গাজার প্রতিটি পরিবারের দোরগোড়ায় পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর একমাত্র উপায় হলো অবরোধ প্রত্যাহার।’

এই পরিস্থিতিতে ফিলিস্তিনি নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোর দাবি উঠছে। গাজার একজন শিক্ষক বলেছেন, ‘আমরা ভিক্ষুক নই। আমরা শুধু আমাদের অধিকার চাই—নিরাপদ জীবন ও মর্যাদার সাথে বাঁচার।আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন: তারা কি শুধু খাদ্য ফেলবে, নাকি ফিলিস্তিনিদের মর্যাদার অধিকারকেও সমর্থন করবে?’

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version