Site icon Jamuna Television

গাজায় ৪৪% গর্ভবতী মায়েরা তীব্র অপুষ্টিতে ভুগছেন: মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস

স্বাস্থ্য পরিস্থিতির ক্রমাবনতির মধ্যে গাজায় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এক তৃতীয়াংশেরও বেশি তীব্র অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে একটি শীর্ষস্থানীয় সাহায্য সংস্থা।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস (এমএপি) স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) জানায়, তাদের স্থানীয় সহযোগী সংস্থা আর্দ আল ইনসান দ্বারা স্ক্রিনিং করা গর্ভবতী মায়েদের ৪৪% ‘তীব্র অপুষ্টিতে ভুগছেন এবং তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন’।

এই হার গত মে মাসের তুলনায় প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে, যখন একই স্থানীয় সংস্থা দ্বারা স্ক্রিনিং করা ৩৫% মা তীব্র অপুষ্টিতে ভুগছিলেন।

এমএপি আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর ২০ জুলাইয়ের বাস্তুচ্যুতির আদেশের পর গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহতে দাতব্য সংস্থাগুলোর একটি মেডিকেল পয়েন্ট বন্ধ করতে বাধ্য করা হয়েছে। বন্ধের আগে, এই মেডিকেল পয়েন্টে প্রতিদিন প্রায় ২০০ নারী ও শিশু চিকিৎসা সেবা পেতেন।

এমএপি-এর দক্ষিণ গাজার ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আলখাতিব এক বিবৃতিতে বলেন, ‘মানবিক পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। উদ্বেগজনকভাবে, আমরা অপুষ্টিজনিত মৃত্যু বৃদ্ধি দেখতে শুরু করেছি, যা শুধুমাত্র শিশুদের মধ্যেই নয়, বয়স্কদের মধ্যেও দেখা যাচ্ছে।’

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version