Site icon Jamuna Television

১৬০ দিন পর শুরু হলো কুয়েটের শিক্ষা কার্যক্রম

দীর্ঘ ১৬০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবারও শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও যে সকল সঙ্কট রয়ে গেছে, সেগুলো পর্যায়ক্রমে নিরসন করা হবে।

অন্যদিকে, শিক্ষক সমিতি তিন সপ্তাহের জন্য পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষাকার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। ওই ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

সঙ্কট সমাধানে সরকার গত ২৪ জুলাই কুয়েটের নতুন উপাচার্য হিসেবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে নিয়োগ দেয়।

/এসআইএন

Exit mobile version