Site icon Jamuna Television

ক্যারিবীয়দের ধবলধোলাই করলো অস্ট্রেলিয়া

শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটের জয় তুলে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ তে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। এতে টেস্টের পর ক্রিকেটের ক্ষুদে সংস্করণেও ধবলধোলাইয়ের শিকার হলো ক্যারিবীয়রা।

আগে ব্যাটিং করে ১৭০ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে টার্গেট ছুঁয়ে ফেলে অজিরা। এতে সিরিজে সান্ত্বনার জয়টুকুও পাওয়া হলো না শেই হোপদের।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আগে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শিমরন হেটমেয়ারের ৩১ বলে ৫২, রাদারফোর্ডের ঝড়ো ৩৫ রানের ইনিংসের সাথে হোল্ডারের ২০ আর ফোর্ডের ২০ রান যুক্ত হলে ১৭০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশুইস নেন ৩ উইকেট। ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে শত উইকেটের দেখা পান এডাম জাম্পা।

জবাবে ব্যাট করতে নেমে হোল্ডারের পেসে মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। তবে টিম ডেভিসের ১২ বলে ৩০, ক্যামেরুন গ্রিনের ৩২, মিচেল ওয়েনের ৩৭ আর অ্যারন হার্ডির ২৮ রানের ইনিংসে ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।

/এএম

Exit mobile version