Site icon Jamuna Television

ধীরে নাকি জোরে হাঁটবেন?

ছবি: এআই জেনারেটেড

হাঁটা শুধু ওজন কমাতে নয়, হৃদযন্ত্র সুস্থ রাখা, রক্তে শর্করার পরিমাণ কমাতে এবং পেশির গঠন ঠিক রাখার জন্যও কার্যকর। তবে কতক্ষণ হাঁটছেন, সেটার চেয়ে কত দ্রুত হাঁটছেন—তা আরও গুরুত্বপূর্ণ হতে পারে।

টাইম ম্যাগাজিন সম্প্রতি আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত এক গবেষণার বরাতে বলছে, প্রতিদিন মাত্র ১৫ মিনিট জোরে হাঁটলে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে যায়।

গবেষণাটি পরিচালনা করেন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি সেন্টারের পরিচালক ড. ওয়েই ঝেং। এতে অংশ নেন ৮৬ হাজার মানুষ। তাঁরা প্রতিদিন কত সময় হাঁটেন, খাদ্যাভ্যাস কেমন, ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করেন কি না—এসব তথ্য দেওয়া হয়েছিল।

এই গবেষণা চলে দীর্ঘ ১৭ বছর। দেখা গেছে, যারা নিয়মিত দ্রুত হাঁটেন, তাদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম।

গবেষণায় অংশ নেওয়া অর্ধেক মানুষের আয় ছিল বছরে ১৫ হাজার ডলারেরও কম। দুই-তৃতীয়াংশ ছিলেন কৃষ্ণাঙ্গ। এই গোষ্ঠীগুলো সাধারণত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকে।

ঝেং বলেন, যারা একেবারেই হাঁটেন না, তারা যদি মাত্র ১৫ মিনিট করে হাঁটাও শুরু করেন, তাতেও স্বাস্থ্য উপকার পাওয়া সম্ভব।

বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ মিনিট করে মাঝারি মাত্রার ব্যায়াম করার পরামর্শ দেন। তবে ১৫ মিনিট জোরে হাঁটলেও সুফল পাওয়া যায়।

গবেষকরা বলেন, দ্রুত হাঁটার পাশাপাশি ধীরে হাঁটারও কিছু উপকার রয়েছে। তাই যারা ধীরে হাঁটেন, তারাও যদি মাঝে মাঝে গতি বাড়ান, তাহলে উপকার আরও বাড়বে।

এই ধরনের ইন্টারভ্যাল হাঁটা বর্তমানে জাপানে জনপ্রিয়তা পাচ্ছে। এটি ব্যায়ামের কার্যকর একটি উপায় হিসেবেও বিবেচিত হচ্ছে।

/এমএমএইচ

Exit mobile version