বিপিএলের মার্কেটিংয়ে যৌথভাবে আইপিজি ও মাইন্ডট্রির আগ্রহ

|

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি পরিচালনায় আন্তর্জাতিক ক্রীড়া ও ইভেন্ট ব্যবস্থাপনা সংস্থা ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) এবং মাইন্ডট্রি লিমিটেড আগ্রহ প্রকাশ করেছে। যৌথভাবে বিসিবির কাছে আগ্রহপত্র জমা দিয়েছে এই দুই সংস্থা।

জানা গেছে, বিশ্ববিখ্যাত লিগ ব্যবস্থাপনা ও স্পন্সরশিপ কোম্পানি আইপিজি বিসিবির নির্দেশনা অনুযায়ী মাইন্ডট্রির সঙ্গে কনসোর্টিয়াম গঠন করে এই আগ্রহ প্রকাশ করেছে। তাদের লক্ষ্য— বিপিএলকে আরও পেশাদার, আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি লীগে রূপান্তর করা।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে বিপিএলকে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টে পরিণত এবং দক্ষিণ এশিয়ার ক্রিকেট লিগ ব্যবস্থাপনায় নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করছে উভয় সংস্থা। আইপিজির আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মাইন্ডট্রির স্থানীয় বাজারজ্ঞান একত্রিত হয়ে বিপিএলকে আরও আধুনিক রূপ দিতে পারবে বলেও মনে করছে এই দুই সংস্থা।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত আইপিজি বর্তমানে বিশ্বের নানা দেশে ক্রিকেট লিগ ও টুর্নামেন্ট পরিচালনায় সক্রিয়। সংস্থাটি লঙ্কা প্রিমিয়ার লিগ, সিঙ্গাপুর টি-টেন, মালয়েশিয়া টি-টোয়েন্টি, জিম্বাবুয়ে টি-টোয়েন্টিসহ একাধিক লিগের ব্যবস্থাপনা ও সম্প্রচারের একচ্ছত্র স্বত্বাধিকারী।

এছাড়াও বিশ্বব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা আইপিজির দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার ক্রিকেট বোর্ডসহ বেশ কয়েকটি জাতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি অংশীদারিত্ব রয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গেও রয়েছে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক।

ক্রিকেট ভিত্তিক ব্র্যান্ডিং, টিভি প্রোডাকশন, স্পন্সরশিপ বিক্রি, মিডিয়া রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় আইপিজির রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। সংস্থাটির প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে হলেও, ভারত, মালয়েশিয়া, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে তাদের কার্যক্রম রয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply