Site icon Jamuna Television

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, একাধিক নেতা বহিষ্কার

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আলাদা দু’টি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অচিরেই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও জানান রিজভী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান জড়িত থাকায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এমএইচ


Exit mobile version