Site icon Jamuna Television

‘দোয়া নিতে’ ছারছিনা পীরের সাথে সালাহউদ্দিন আহমদের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ছারছীনা দরবারের পীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ‘দোয়া নিতে’ পীরের দরবারে গিয়েছিলেন বলে জানান বিএনপির এই নেতা।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর ছারছীনা দরবারের পীর শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জিয়াউর রহমান বেশ কয়েকবার ছারছীনার পীর সাহেবের সঙ্গে দেখা করেছিলেন। তিনিও হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতেই এসেছিলেন।

এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।

/এমএইচ

Exit mobile version