Site icon Jamuna Television

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক বৈঠক চলছে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দুইটায় এ বৈঠক শুরু হয়।

এর আগে, এদিন বেলা ১২টা ৩০ মিনিটে অনানুষ্ঠানিকভাবে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বিকেল সারে পাঁচটা পর্যন্ত এ আলোচনা চলবে বলে জানা গেছে। এছাড়া আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে।

বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল আজ সকালে ওয়াশিংটনে পৌঁছায়। এতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।

/এমএইচ

Exit mobile version