Site icon Jamuna Television

রাজনীতির ময়দানে নামছেন অ্যাঞ্জেলিনা জোলি!

রাজনীতিতে আসতে পারেন হলিউডের হার্টথ্রব নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। বিবিসির টুডে প্রোগামে দেয়া সাক্ষাৎকারে এমনটা আভাস দিয়েছেন তিনি।

জোলি বলেন, ২০ বছর আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। এখন আমার সে জায়গায়ই যাওয়া উচিৎ যেখানে আমার দরকার।

জাস্টিন ওয়েবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে তিনি মার্কিন রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, যৌন সহিংসতা ও বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করেন।

রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “যদি ২০ বছর আগে আমাকে এ প্রশ্ন করতেন, আমি হেসে উড়িয়ে দিতাম। আমি সবসময় বলি, যেখানে যাবার সেখানেই যাব, আমি জানি না আমি রাজনীতির জন্য উপযুক্ত কিনা।

তিনি আরো বলেন, আমি সরকারের ও সামরিক বাহিনীর সাথে কাজ করতে সক্ষম, আমি এমন এক চমৎকার অবস্থায় আছি, যেখান থেকে আমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব।

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত; সমসাময়িক ইস্যু নিয়ে সদা সোচ্চার তিনি। বিশ্বজুড়ে যৌন হয়রানি, শরণার্থী সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা।

Exit mobile version