Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সিতে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে

গত মৌসুম শেষে লুকা মদ্রিচের বিদায়ের পর থেকেই আলোচনা চলছিল—কে হবেন রিয়ালের পরবর্তী নাম্বার টেন। আর সেখানেই জোরেশোরে উচ্চারিত হচ্ছিল কিলিয়ান এমবাপ্পের নাম। এবার আনুষ্ঠানিকভাবে সেই আইকনিক দশ নম্বর জার্সি পেলেন এই ফরাসি তারকা। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। দশ নম্বর জার্সিতে পোস্ট দেন এমবাপ্পেও, তার ভেরিফায়েড ফেসবুক পেজে।

মোনাকোয় থাকাকালীন ১০ নম্বর জার্সিতেই খেলতেন এমবাপ্পে। ফ্রান্সের হয়েও তার গায়ে থাকে এই আইকনিক নাম্বার টেন। যদিও ফরাসি ক্লাব পিএসজিতে তিনি পরতেন ৭ নম্বর জার্সি। এরপর গেল মৌসুমে পিএসজি থেকে রিয়ালে আসার পর ৯ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন এই ফরোয়ার্ড। সব ঠিক থাকলে এবারের মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে দশ নম্বর জার্সিতে মৌসুম শুরু করবেন এমবাপ্পে।

শুধু এমবাপ্পেই নন, নতুন জার্সি নম্বর পাচ্ছেন রাউল এসেনসিওও। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা‘র তথ্যমতে, গেল মৌসুমে ৩৫ নম্বর গায়ে জড়ালেও লুকাস ভাসকেসের বিদায়ের পর তার ১৭ নম্বর জার্সি পেতে যাচ্ছেন এই সেন্টার ব্যাক।

এখন পর্যন্ত এই মৌসুমে দুটি জার্সি নম্বর খালি আছে মাদ্রিদের। এমবাপ্পে ১০ নম্বর পাওয়ায় ৯ নম্বর জার্সি যেমন খুঁজছে নতুন কাউকে, তেমনি হেসুস ভায়েহো রিয়াল ছাড়ায় খালি হয়েছে ২৫ নম্বর জার্সিও। গুঞ্জন আছে, এনড্রিক আর গনজালোর মধ্যে একজন পাবেন নাম্বার নাইন এবং ২৫ নম্বর জার্সি উঠতে পারে নবাগত মাস্তাতুয়োনোর গায়ে।

২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে দুই সপ্তাহের মধ্যেই প্রস্তুতি শুরু করবে রিয়াল মাদ্রিদ। আনচেলত্তির অধীনে গেল মৌসুমে বাজে সময় কাটানোর পর নতুন করে দল ঢেলে সাজাচ্ছেন জাবি আলোনসো। এখন পর্যন্ত চারজনের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ—আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তাতুয়োনো, ডাচ সেন্টার ব্যাক ডিন হুইসেন, ইংলিশ তারকা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড এবং বেনফিকার লেফটব্যাক আইভারো কারেরাস।

/এসআইএন

Exit mobile version