তিন ঘন্টা পর রাজধানীর পল্টনে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয়েছে আটকে পরা ৬জনকে।
দুপুর দুইটার দিকে জামান টাওয়ারের ১০তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের ফ্লোরে আগুন লাগে। তখন ভবনের ভেতর ৬ জন আটকে পরে। আড়াই ঘন্টা পর আটকে পরা সবাইকে উদ্ধার করা হয়। বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ঘটনায় কেউ আহত হয়নি।
কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু জানায় যায়নি। এয়ার কন্ডিশনার থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।
ভবনে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি ছিলো বলে জানান ফায়ার সার্ভিসের মহাব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জামান টাওয়ারের চারতলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় আছে।

