Site icon Jamuna Television

মন্ট্রিয়েলে জাস্টিন ট্রুডো ও কেটি পেরির একসঙ্গে ডিনার

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জনপ্রিয় মার্কিন গায়িকা কেটি পেরি সম্প্রতি মন্ট্রিয়লে একসঙ্গে রাতের খাবার খেয়েছেন—এমন খবর প্রকাশের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

লে ভিওলোন নামের এক রেস্টুরেন্টে স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ট্রুডো ও পেরি প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন।

একজন স্থানীয় সংবাদকর্মীর বরাতে জানা যায়, ‘তারা খুব স্বাভাবিক ও শান্ত মেজাজে ছিলেন। রেস্টুরেন্ট কর্মীরা বা অন্য অতিথিরা তাদের বিরক্ত করেননি। আর কোনো দৃশ্যমান রোমান্স বা ঘনিষ্ঠতার চিহ্নও ছিল না।’

তাদের ডিনার মেনুতে ছিল বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, যেমন টুনা, বিফ টারটার, লবস্টার ও অ্যাসপারাগাস। মূল খাবার হিসেবে ছিল ল্যাম। রেস্তোরাঁর শেফ ড্যানি স্মাইলস নিজে গিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং বিদায়ের আগে তারা রান্নাঘরে গিয়ে পুরো টিমকে ধন্যবাদ জানান।

কেটি পেরি সম্প্রতি তার দীর্ঘদিনের সঙ্গী অরল্যান্ডো ব্লুম-এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি চলতি বছর দীর্ঘ প্রায় এক দশক পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

ট্রুডোর পিতা, সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো-ও ছিলেন প্রেমিক স্বভাবের, যিনি অফিসে থাকার সময় অভিনেত্রী বারবারা স্ট্রেইস্যান্ড ও কিম ক্যাটরাল-এর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ৫১ বছর বয়সে ২২ বছরের এক নারীকে বিয়ে করেন।

ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া কেটি পেরি ১৩ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন। তার সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ২০১০ সালের ‘টিনেজ ড্রিম’, যা মাইকেল জ্যাকসনের রেকর্ড স্পর্শ করেছিল।

ট্রুডো বা পেরির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ এই ডিনার বা সম্পর্ক বিষয়ে মন্তব্য করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং গসিপ সংবাদমাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—এটা কেবল একবারের ফরমাল ডিনার, নাকি নতুন কোনো সম্পর্কের শুরু, তা সময়ই বলে দেবে।

সূত্র: এপি।

/এআই

Exit mobile version