Site icon Jamuna Television

‘নারকীয় আশুলিয়া’ স্মরণে বিকেলে বিএনপির কর্মসূচি

‘নারকীয় আশুলিয়া’কে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় আশুলিয়ার শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হবে।

ইতোমধ্যেই ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেছেন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই অভ্যুত্থান চলাকালীন ৫ আগস্ট আশুলিয়া থানার পাশে নারকীয়ভাবে ৬জনকে পুড়িয়ে হত্যা করা হয়। সেই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে সেই নারকীয় ঘটনাকে প্রতীকীভাবে তুলে ধরবে ঢাকা জেলা বিএনপি।

/এমএইচ

Exit mobile version