Site icon Jamuna Television

লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে লুইস দিয়াজ

কলোম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ লিভারপুলে সাড়ে তিন বছর কাটিয়ে এবার যোগ দিলেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে।

২০২২ সালের শুরুতে এফসি পোর্তো থেকে যোগ দেয়ার পর দিয়াজ লিভারপুলের জার্সিতে চারটি বড় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার মধ্যে রয়েছে সদ্যসমাপ্ত মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা।

দ্রুত গতি, ড্রিবলিং দক্ষতা ও আক্রমণের নানা পজিশনে খেলার ক্ষমতা দিয়ে শুরু থেকেই এক্স লিভারপুল কোচ ক্লপের আস্থাভাজন হয়ে ওঠেন ‘লুচো’ নামে পরিচিত এই উইঙ্গার।

তার প্রথম মৌসুমেই তিনি করেন ৬ গোল ও ৪ অ্যাসিস্ট, খেলেন ২৬ ম্যাচে। সেই মৌসুমেই ক্লাবকে এনে দেন কারাবাও কাপ ও এফএ কাপ। দিয়াজ দুই ফাইনালেই ছিলেন শুরুর একাদশে। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার দেখে শেষ হয় তার প্রথম মৌসুম।

পরবর্তী মৌসুমে গুরুতর হাঁটুর ইনজুরির কারণে তার গতি কিছুটা কমে যায় এবং তিনি কেবল ২১টি ম্যাচ খেলতে পারেন।

পরে ৭ নম্বর জার্সি পরে ফিরলেও ধীরে ধীরে নিজের সেরা ফর্ম ফিরে পান। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তিনি খেলেছেন মোট ১০১ ম্যাচ, করেছেন ৩০ গোল এবং ১০টি অ্যাসিস্ট।

২০২৩-২৪ মৌসুমে আবারও লিগ কাপ জিতেছে লিভারপুল। সেই মৌসুম শেষে ক্লপ বিদায় নেন এবং নতুন কোচ হিসেবে আসেন আর্নে স্লট।

স্লট দিয়াজকে প্রথাগত উইঙ্গার থেকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে ব্যবহার শুরু করেন, আর এতে দারুণ ফল মেলে— লিভারপুলের হয়ে দিয়াজের সবচেয়ে গোলবহুল মৌসুম এটি, যেখানে তিনি দলকে আগেই লিগ শিরোপা নিশ্চিত করতে সাহায্য করেন।

এই সফল অধ্যায়ের শেষে এবার বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে তার নতুন যাত্রা শুরু হচ্ছে।

সূত্র: লিভারপুল ক্লাবের ওয়েবসাইট থেকে অনূদিত।

/এআই

Exit mobile version