Site icon Jamuna Television

মেসিদের লিগে যোগ দিলেন মুলার

ইউরোপের পাঠ চুকিয়ে এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নাম লিখিয়েছেন জার্মান ফুটবল তারকা টমাস মুলার। ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই জার্মান ফুটবলার।

সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, স্কাই স্পোর্টস জার্মানিসহ আরও অনেক গণমাধ্যম নিশ্চিত করেছে, কানাডিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মুলার। এর মধ্য দিয়েই শেষ হল বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক।

এর আগে, গত এপ্রিলে মুলারের সঙ্গে আর নতুন কোনো চুক্তি না করার ঘোষণা দেয় বায়ার্ন মিউনিখ। চলতি বছরের ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচে শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে ধারণ করেন মুলার। ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্নের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

মেজর লিগ সকারে খেলছেন লিওনেল মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ, হুগো লরিস, ছুপো মতিংরা। এবার এলেন জার্মান তারকা মুলার। এমএলএসে তিনি বড় ধরনের প্রভাব ফেলবেন বলেই ধারণা করা হচ্ছে।

/এএম

Exit mobile version