Site icon Jamuna Television

ভারত-বাংলাদেশের খুব গভীর সম্পর্ক রয়েছে: ভারতের সহকারী হাইকমিশনার

হিলি প্রতিনিধি:

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক খুব গভীর বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তার মতে, এই সম্পর্ক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আরও গভীর হতে পারে।

বুধবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূণ্য রেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে হিলি একটি গুরুত্বপূর্ণ এলাকা। উভয় দেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যেসব সমস্যা রয়েছে তা সমাধান করে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও ভারতের হিলি এক্সপোর্টস ও ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যৌথ ভাবে সভাপতিত্ব করবেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এবং ভারতের হিলি এক্সপোর্টস ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মণ্ডল।

/এটিএম

Exit mobile version