শেখ হাসিনা ও দোসরদের বিচার এখনও দৃশ্যমান হয়নি: মির্জা ফখরুল

|

সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। কিন্তু শেখ হাসিনা ও দোসরদের বিচার এখনও দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যের মাধ্যমে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। এ সময় ক্ষমতায় চিরদিন টিকে থাকতেই শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই মহাসচিব আরও বলেন, এখনও অনেক হতাহতের পরিবার রাষ্ট্রীয় সহযোগিতা পায়নি। এই কাজে মাঠ প্রশাসনকে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply