Site icon Jamuna Television

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

অবশেষে ভারতের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী পহেলা আগস্ট থেকে এই নীতি কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া মিত্র দেশ রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার শাস্তিও পেতে হবে ভারতকে। তবে কোন ধরনের শাস্তির মুখোমুখি ভারতকে হতে হবে তা নির্দিষ্ট করে কিছু বলেননি।

এর আগে এপ্রিল মাসের ২ তারিখে ‘লিবারেশন ডে’ কনফারেন্সে ২৬% শুল্কারোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথের এক পোস্টে ট্রাম্প বলেন, ভারত আমাদের বহুদিনের বন্ধু। আমরা বহু বছর ধরে তাদের সঙ্গে টুকটাক ব্যবসা করে আসছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি এবং তা পৃথিবীতে অন্যতম সর্বোচ্চ। এছাড়া তাদের বিরক্তিকর ও কঠোর বাণিজ্য বাধা রয়েছে।

তিনি বলেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনে থাকে এছাড়াও তাদের জ্বালানির অন্যতম বড় ক্রেতা ভারত। যেখানে ইউক্রেনে হত্যাজজ্ঞ চলছে, সেখানে সবাই রাশিয়াকে থামাতে চায়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক ও আরও কিছু সাজা ভোগ করবে।

/এটিএম

Exit mobile version