Site icon Jamuna Television

ডিসেম্বরের আগে নির্বাচন হলে অংশগ্রহণ করবেন খালেদা জিয়া: আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ডিসেম্বরের আগে নির্বাচন হলে খালেদা জিয়া সেই ভোটে অংশগ্রহণ করবেন। সুষ্ঠু নির্বাচন হলে তাতে বিএনপি বিজয়ী হবে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল বলেন, লন্ডনে তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ বিবৃতিতে বিএনপি আস্থা রাখছে। এ সময় দেশের বর্তমান অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারির আগেই নির্বাচন হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version