
ফাইল ছবি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধের ক্ষমা হবে না। রিফাইন্ড আওয়ামী লীগকেও জনগণ ক্ষমা করবে না।
বুধবার (৩০ জুলাই) সাভারে দলটির পদযাত্রা শেষে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মাধ্যমে পদযাত্রা শেষ হবে। বিভিন্ন জায়গায় পদযাত্রায় হামলা হয়েছে, তবুও মানুষের স্রোতকে থামানো যায়নি। এ সময় পদযাত্রার জন্য দেশের বিভিন্ন জায়গায় ভোগান্তির জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, সংবিধানকে নতুন করে রচনা করতে হবে। শ্রমিকের অধিকার নিশ্চিতে কাজ করতে চায় এনসিপি। সকলের অধিকার নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণঅভ্যুত্থান নিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে আকাঙ্খা পূরণ না হলেও আশা থেকে সরে যাইনি। তবে একটি অংশ গণ-অভ্যুত্থানের আকাঙ্খা থেকে সরে গেছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে কোনও স্বৈরাচার ফিরে আসলে তাদের পরিণতিও শেখ হাসিনার মত হবে। ভারতের সাথে অসম চুক্তি বাতিল করতে হবে। গোপন চুক্তিগুলো প্রকাশ হলে বোঝা যাবে ভারত আমাদের বন্ধু না শোষণকারী।
/আরএইচ



Leave a reply