Site icon Jamuna Television

১২টি ওয়াইডসহ ১৮ বলেও ওভার শেষ করতে পারেননি অস্ট্রেলিয়ান পেসার

এক ওভারে একজন বোলার কতগুলো ওয়াইড দিতে পারেন? দুই, তিন, চার এর মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস লিগে যা ঘটেছে তা রীতিমতো পাগলামি। অস্ট্রেলিয়ান এক বোলার এক ওভারে বল করেছেন ১৮টি। যার ১২টিই ওয়াইড এবং একটি নো বল। সেই ইতিহাস গড়া বোলার হলেন জন হ্যাস্টিংস।

ইংল্যান্ডে চলছে সাবেকদের মিলনমেলা। সূচি অনুযায়ী লেস্টারে চলছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচ। অজিদের দেয়া ৭৫ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। ৭ ওভারে বিনা উইকেটে স্কোর বোর্ডে পাকিস্তানের রান তখন ৫৫। ইমপ্যাক্ট খেলোয়াড় হ্যাস্টিংসের হাতে বল তুলে দেন ব্রেট লি। বল হাতে শুরুতেই হ্যাস্টিংস দেন ৫টি টানা ওয়াইড। প্রতিটা বলই বেরিয়ে যায় অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে।

এরপর দুই বলে সিঙ্গেল ও চার হজম করেন হ্যাস্টিংস। এরপর আবার লাইনচ্যুত হন এই বোলার। আবার একটা নো বল এবং ওয়াইড। এবার দুটি বলই ছিল লেগ স্টাম্পের বাইরে। লাইন নিয়ে সমস্যা হওয়ায় সমাধান হিসেবে বেছে নেন রাউন্ড দ্য উইকেটে বল করার। অবশ্য তাতেও লাভ হয়নি। পর পর তিনটি ওয়াইড। আবারো পার্শ্ব পরিবর্তন। অবস্থা এমন দাঁড়ায় যে ওভার শেষ করতে পারলে হাফ ছেড়ে বাচেন হ্যাস্টিংস। কিন্তু ভাগ্য বিধাতা যেন সেদিন খেলছিলেন তার সাথে।

অদ্ভুতুড়ে ওভারে হ্যাস্টিংস ১৮ বল করলেও ওভারটি শেষ করা সম্ভব হয়নি। এই ওভারে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন দুই ওপেনার শারজিল ও মাকসুদ।

উল্লেখ্য, ম্যাচে ১০ উইকেটে হারের পরও অবশ্য সেমিফাইনালে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে তারা মুখোমুখি হবে ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

/এমএইচআর

Exit mobile version