Site icon Jamuna Television

গাজায় আরও ৭১ প্রাণহানি

ফাইল ছবি।

গাজায় আবারও ত্রাণ সংগ্রহকারীদের ওপর বর্বরতার নজির দেখালো ইসরায়েল। অভুক্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলায় কমপক্ষে ৭১ জনের প্রাণ গেছে।

বুধবার (৩০ জুলাই) উত্তর গাজার জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণ বিতরণের খবর পেয়ে ছুটে যায় শত শত ফিলিস্তিনি। এসময় ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ হারায় ৫১ জন। আহত হয় প্রায় সাড়ে ৬শ’ মানুষ।

একইভাবে হামলা হয়েছে দক্ষিণে খান ইউনিসের কাছাকাছি মোরাগ করিডোরেও। সেখানে ত্রাণ নিতে গিয়ে মারা যায় ২০ জন।

গত মে মাসের শেষে ইসরায়েল নিয়ন্ত্রিত কর্মসূচি-জিএইচএফ চালুর পর থেকে নিয়মিতই হামলা হচ্ছে ত্রাণ সংগ্রহকারীদের ওপর। যাতে এ পর্যন্ত ১ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বুধবার গাজায় অনাহারে-অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ৭ ফিলিস্তিনির।

/এমএইচ

Exit mobile version