Site icon Jamuna Television

ইরানের ওপর ‘বড়’ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

২০১৮ সালের পর ইরানের ওপর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ দফায় দেশটির নৌপরিবহন খাত সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর বিধিনিষেধ জারি করেছে ওয়াশিংটন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (৩০ জুলাই) নিষেধাজ্ঞার ঘোষণাটি জানায় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এর আওতায় অর্ধশতাধিক নৌযানের ওপর কড়াকাড়ি আরোপ করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগই তেল ও পণ্যবাহী জাহাজ। দাবি করা হচ্ছে, এই নেটওয়ার্ক ব্যবহার করে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করতো ইরান ও রাশিয়া।

জানা গেছে, এসব নৌযান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানির ছেলে নিয়ন্ত্রণ করে। অভিযোগ রয়েছে তেহরানের অপরিশোধিত তেল রফতানির এক বড় অংশের নিয়ন্ত্রণই শামখানি পরিবারের হাতে।

সরকারি তথ্য অনুযায়ী, ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় গ্রাহক চীন।

/এএম

Exit mobile version