Site icon Jamuna Television

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।

বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই আদেশে ব্রাজিলে ‘‍‍‍‍রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন, ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচার’-এর সঙ্গে সরাসরি শুল্ক আরোপের কথাও বলা হয়েছে।

লাতিন আমেরিকার দেশটি থেকে আমদানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ ইস্যুতে অবশ্য আগেই সতর্ক করেছিলেন ট্রাম্প। এ মাসের শুরুতে তিনি বড় শুল্ক আরোপের হুমকি দেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। এতে ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেয়ার অভিযোগ করা হয়।

হোয়াইট হাউস জানায়, আইনবহির্ভূতভাবে আটক এবং ‘মত প্রকাশের স্বাধীনতা’ দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র।

বিচারক মোরেস ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ও তার সহযোগীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন অভিযোগে এই তদন্ত চলছে।

এদিকে ব্রাজিল হুমকি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে।

/এএম

Exit mobile version