Site icon Jamuna Television

ভুয়া ব্যালট-বুথ তৈরি করে বিএনপির অপপ্রচার চালানোর পরিকল্পনা: নানক

ফাইল ছবি।

ভুয়া ব্যালট ও বুথ তৈরি করে ভোটের দিন বিএনপি অপপ্রচার চালানোর পরিকল্পনা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিএনপির সন্ত্রাসীদের হামলায় শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগের ছয় জন কর্মী নিহত হয়েছে বলেও গণমাধ্যমকে জানান তিনি।

শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় যে কোন ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকতে নির্দেশ দেয়া হয় দলের কর্মীদের।

সংবাদ সম্মেলনে নানক বলেন,পরাজয় বুঝতে পেরেই বিএনপি জামায়াত দেশজুড়ে নাশকতা শুরু করেছে। নির্বাচনকে বির্তকিত করতে বিএনপি জামায়াতের আর্দশে বিশ্বাসী বিভিন্ন সংস্থার সাড়ে ছয় হাজার পর্যবেক্ষক অপতৎপরতা চালাবে বলেও দাবি করেন তিনি। বিতর্কিত বিভিন্ন সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়ায় কমিশনের সমালোচনাও করেন জাহাঙ্গীর কবির নানক।

Exit mobile version