Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথবাহিনীর অভিযানে সাইদুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদা ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।

আটক সাইদুর রহমান ওই এলাকার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন সাইদুর। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানকালে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সেনাবাহিনী আটক সাইদুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এএম

Exit mobile version