Site icon Jamuna Television

দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার (৩০ জুলাই) দুপুরে ১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

৬ বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। দীর্ঘ প্রক্রিয়া শেষে হস্তান্তর করে ভারত।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান বলেন, এই ১৬ বাংলাদেশী ভারতের হরিয়ানা রাজ্যের নারনাউল জেলখানায় বন্দি ছিলেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version