Site icon Jamuna Television

সাংবাদিক নেতারাই সাংবাদিকদের শোষণ করেছে: প্রেস সচিব

ফাইল ছবি।

সাংবাদিক ইউনিয়নের নেতাদের অনেকে সচিবালয়ে কোম্পানির স্বার্থ সংরক্ষণে কাজ করতেন। অনেকে পূর্বাচলে প্লটও হাতিয়েছেন। এই নেতারাই সাংবাদিকদের শোষণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের বেতন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করে সফল হয়েছেন। তারা পারলে সাংবাদিকরা পারছে না কেন? সাংবাদিক নেতাদের কারণেই সাংবাদিকদের বেতন কাঠামোর এই দুরবস্থা। সাংবাদিকদের নতুন নেতা খুঁজে বের করতেও আহ্বান জানান তিনি।

প্রেস সচিব আরও বলেন, আমরা কোনও খবর লুকিয়ে ফেলি না। আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। সরকার গণমাধ্যমকে চাপ দিয়ে কোনও সংবাদ প্রকাশ করায় না। এটাই গণমাধ্যমের সবচেয়ে বড় সংস্কার।

শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ-ছয়দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময়। এই কয়েকদিনে আমরা কোথায় যাচ্ছি বুঝবো। তবে যাই কিছু হোক নির্বাচনে দেরি হবে না। ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সরকার। তবুও সেখান থেকে অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বললেন, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স রয়েছে। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলের ফান্ডের বিষয়ে বিষয়ে স্বচ্ছতা নেই, এটি দুঃখজনক।

/আরএইচ/এমএন

Exit mobile version