Site icon Jamuna Television

বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে নাহিদ

অসুস্থ বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই নেতাকে দেখতে যান নাহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এনসিপি নেতৃবৃন্দ বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে তার অবদান অব্যাহত রাখবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

/এএস

Exit mobile version